দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে: পর্যটন প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
দেশে-পর্যটনের-অপার-সম্ভাবনা-রয়েছে-পর্যটন-প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। বিপুল সংখ্যক রিসোর্ট হচ্ছে। হাওর হাওরের মতো থাকবে, পাহাড় পাহাড়ের মতো থাকবে। পাহাড় কেটে হাওর নষ্ট করে রিসোর্ট, এমন পর্যটন হতে পারে না।
রাজধানীর একটি হোটেলে রোববার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মাহবুব আলী বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে অন অ্যারাইভাল ভিসা সহজ করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, আপনারা এরই মধ্যে দেখেছেন হাওরে একটা সড়ক তৈরি করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক পর্যটক নিয়মিত যাচ্ছে। মাস্টার প্ল্যানে হাওরকে কীভাবে সাজাতে হবে, সেই সুপারিশ করা হয়েছে।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাসী যখন দেখবে আমাদের লেক, নদী, পাহাড়, সমুদ্র, চা বাগান, পদ্মাসেতু, মেট্রোরেল ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর- তখন এখানে আসতে আরো আগ্রহী হবে। এসব আমাদের পর্যটনকে বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ পদক্ষেপের কারণেই একজন পর্যটক এসে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান প্রমুখ।