বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট: ক্যালিস

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

বিশ্বকাপে-ভারত-অন্যতম-ফেভারিট-ক্যালিস

বিশ্বকাপে-ভারত-অন্যতম-ফেভারিট-ক্যালিস

আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ে অন্যতম ফেভারিট হিসেবে ভারতকে দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার মতে, টি-২০ বিশ্বকাপ অষ্টম আসরে শিরোপা জয়ের অন্যতম দাবীদার ভারত- এতে কোন সন্দেহ নেই।

গত টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছিল এই ফরম্যাটের এক নম্বর দল ভারতকে। বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন অধিনায়ক ও কোচের অধীনে পথচলা শুরু হয় টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির জায়গায় অধিনায়ক হন রোহিত শর্মা, আর রবি শাস্ত্রীর কাছ থেকে প্রধান কোচের দায়িত্ব পান রাহুল দ্রাবিড়।

গত আসরের পর এখন পর্যন্ত টি-২০তে সবচেয়ে বেশি ২৮ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ২০ টি জয় আছে ভারতের।

টি-২০ পরিসংখ্যান পক্ষে কথা বললেও সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। তাই দল নিয়ে সমালোচনায় মেতে উঠেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

তবে দক্ষিণ আফ্রিকার ক্যালিস মনে করেন, আসন্ন বিশ্বকাপে ভারতই ফেভারিট। তবে শিরোপা জিততে হলে ভারতের ভাগ্যেরও সহায়তা লাগবে।

ক্যালিস বলেন, ভারত কিছু ভালো টি-২০ ক্রিকেট খেলেছে এবং তারা অন্যতম ফেভারিট। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপে তাদের ভাগ্যের সহায়তা পেতে  হবে। আমার মনে হয়, ফেভারিট হবার মতই দল ভারত। দলটি বেশ গোছানো। বিশ্বকাপে লক্ষ্যে পূরণে ভাগ্য সাথে থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলতে হবে। অবশ্যই তাদের বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে।

ভারতের ব্যাটিং লাইন-আপ নিয়ে কোন প্রশ্ন নেই ক্যালিসের। তবে ভারতকে ভোগাতে পারে বোলিং। 

তিনি বলেন, ভারতের ব্যাটিং লাইন-আপ বিশ্বসেরা। তবে বোলিং ভোগাতে পারে তাদের। এজন্য বোলারদের সেরাটা দিতে হবে।

অস্ট্রেলিয়ার উইকেট পেস বান্ধব হলেও সেখানে স্পিনাররা ভালো করবে বলে মনে করেন ক্যালিস। ভারতের বিশ্বকাপ দলে স্পিনার হিসেবে আছেন- রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্রা চাহাল ও অক্ষর প্যাটেল। 

ক্যালিস বলেন, অবশ্যই প্রতিটি দলেরই সুযোগ আসবে এবং ম্যাচগুলোতে যখন স্পিনার বা পেসাররা রাজত্ব করবে।

২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত।