বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নেইমারের

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

আন্তর্জাতিক-ফুটবলে-সর্বোচ্চ-অ্যাসিস্টের-রেকর্ড-নেইমারের

আন্তর্জাতিক-ফুটবলে-সর্বোচ্চ-অ্যাসিস্টের-রেকর্ড-নেইমারের

লাতিন আমেরিকার জায়ান্ট দল ব্রাজিল এক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে। ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে সেলেসাওদের হয়ে আলো ছড়িয়েছেন নেইমার জুনিয়র। ম্যাচে ব্রাজিলের হয়ে কোন গোল করতে পারেননি নেইমার। তবে অ্যাসিস্ট করেছেন দুটি। আর এর মাধ্যমেই গড়েছেন রেকর্ড।

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড আগেই করেছিলেন নেইমার। এখন শুধু ব্রাজিল নয়, আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ অ্যাসিস্ট তার।

ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র মোট ৫৫টি অ্যাসিস্ট করেছেন। এর মাধ্যমে তিনি কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে স্পর্শ করেছেন। তারও নেইমারের সমান ৫৫টি অ্যাসিস্ট রয়েছে। তবে নেইমারের তাকে ছাড়িয়ে যাওয়া শুধুই সময়ের ব্যাপার।

১১০ ম্যাচে ৫৫ অ্যাসিস্ট করেছেন নেইমার। তার চেয়ে সামান্য পিছিয়ে আছেন লিওনেল মেসি। তিনি করেছেন ৫১ অ্যাসিস্ট। অবশ্য লিও ম্যাচ খেলেছেন ১৪৯টি। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ১৬৭ ম্যাচে ৪২ অ্যাসিস্ট করেছেন।