মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হিজাববিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১১:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

হিজাববিরোধী-বিক্ষোভ-নিয়ে-মুখ-খুললেন-ইরানের-প্রেসিডেন্ট

হিজাববিরোধী-বিক্ষোভ-নিয়ে-মুখ-খুললেন-ইরানের-প্রেসিডেন্ট

হিজাব না পরায় ইরানের নৈতিকতা পুলিশের কাছে আটক কুর্দি তরুণী মাশা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে দেশটিতে চলছে তীব্র বিক্ষোভ। প্রথমে মাশার মৃত্যুর প্রতিবাদে আন্দোলন শুরু হলেও সেটি হিজাববিরোধী বিক্ষোভে রূপ নেয়।  চলমান বিক্ষোভ থেকে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পথে নেমে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে আরো কঠোর হওয়ার বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইরানে চলমান বিক্ষোভে মাসহাদ শহরে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার টেলিফোন করে প্রেসিডেন্ট রাইসি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তাকে যারা পাত্তা দিচ্ছেন না, তাদের সন্দেহাতীতভাবে মোকাবিলা করা হবে।

এদিকে, বিক্ষোভকারীদের রোষানলে পড়ে পাঁচ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে অসলোর স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অন্ততপক্ষে ইরানের ৮০ শহরে মানবাধিকার এবং মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।

তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে- এখনো পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভ সামাল দেওয়ার সময় পুলিশের গুলিতে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, হিজাববিরোধী বিক্ষোভকে ‘বিদ্রোহ’ হিসেবে দেখছে ইরানের সরকার। এ বিদ্রোহকে সমূলে উৎখাতের চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদপ্রবণ এলাকায়  মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে, শুক্রবার পর্যন্ত পর পর তিন দিন ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরানের সরকার। বিক্ষোভকারীদের সমাবেশ ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং গুলিও চালাচ্ছে পুলিশ।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বলেন, সরকারকে অবশ্যই বিক্ষোভ দেখানো ও ভাঙচুর চালানোর মধ্যে পার্থক্য করতে হবে। প্রয়োজনে সঠিক ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য্য, ১৩ সেপ্টেম্বর গাড়িতে চেপে সপরিবারে কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসছিলেন ২২ বছরের মাশা। সেই সময় তাদের গাড়ি আটকায় ইরানের পুলিশ। গাড়িতে মাহসা হিজাব পরেননি বলে পরিবারের সামনেই মাশাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা হয়। পরে রহস্যজনকভাবে মৃত্যু হয় ঐ তরুণীর। তারপর থেকে ইরানে দিকে দিকে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে।