রিসোর্টে তরুণী খুন, লাশ ভাসিয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার ৩
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
রিসোর্টে-তরুণী-খুন-লাশ-ভাসিয়ে-দেয়ার-অভিযোগে-গ্রেফতার-৩
জানা গেছে, রিসোর্টটির মালিক পুলকিত আর্য ভারতের উত্তরাখণ্ডের প্রভাবশালী বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে। এর আগে স্থানীয় একটি খাল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানায় এনডিটিভি। নিহতের নাম অঙ্কিতা (১৯)।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ওই তরুণী রিসোর্টে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তাকে খুনের অভিযোগে শুক্রবার পুলকিতসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।ওই তরুণীকে খুনের পর খালে লাশ ভাসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলকিত, রিসোর্টটির ব্যবস্থাপক সৌরভ ভাস্কর এবং সহকারী অঙ্কিত গুপ্তর বিরুদ্ধে।
নিহত তরুণীর বাবার অভিযোগ, অভিযুক্তরা তার মেয়ের শ্লীলতাহানি করে তাকে খুন করেছে এবং পুরো ঘটনার অডিও রেকর্ড করেছে।
এদিকে, গ্রেফতারকৃত তিনজনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডের একটি আদালত। এ ঘটনায় পুলিশের উদাসীনতার তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।
রাজ্য কংগ্রেসের মুখপাত্র গরিমা মেহরা দাসাউনি বলেন, এটা আতঙ্কজনক। মেয়েটি নিখোঁজ হয় ১৮ সেপ্টেম্বর আর পুলিশ অভিযোগ নেয় ২১ সেপ্টেম্বর। বিজেপি-আরএসএস নেতাদের এই ধরণের ঘটনা ন্যাক্কারজনক ক্ষমতার অপব্যবহার।
তবে, এই ঘটনায় ‘যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা’ নেয়ার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি। সূত্র- আনন্দবাজার।