শেখ রাসেল জুনিয়র দাবা প্রতিযোগিতা সমাপ্ত
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
শেখ-রাসেল-জুনিয়র-দাবা-প্রতিযোগিতা-সমাপ্ত
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
পরিষদের মহাসচিব কে.এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং সংগঠনের সাংগঠনিক সচিব ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। দুই দিনের এ প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে রাজধানীর ৪৪টি স্কুলের প্রায় সাড়ে তিনশো ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিন ১৮ অক্টোবর দিনটিকে সরকার গত বছর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে নিহত হন।