মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউনিয়ন ভূমি অফিসে তিন বছর হলেই বদলি

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ইউনিয়ন-ভূমি-অফিসে-তিন-বছর-হলেই-বদলি

ইউনিয়ন-ভূমি-অফিসে-তিন-বছর-হলেই-বদলি

ভূমি অফিসে সহকারী কমিশনারের (ভূমি) দফতরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে কর্মচারীদের বদলির সুপারিশ করা হয়। শনিবার ভূমি মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) দফতরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ তিন বছর পূরণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

মূলত ভূমি অফিসের দুর্নীতির প্রবণতা রোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।