শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মামার খাতায় ভাগনের পরীক্ষা, অত:পর ১৮ মাসের জেল

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

মামার-খাতায়-ভাগনের-পরীক্ষা-অতপর-১৮-মাসের-জেল

মামার-খাতায়-ভাগনের-পরীক্ষা-অতপর-১৮-মাসের-জেল

নীলফামারীর ডিমলায় মামার দাখিল পরীক্ষা ভাগনে দেওয়ার অভিযোগে ভাগনেকে ১৮ মাসের জেল দিয়েছে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

ভাগনে মো. জামিদুল ইসলাম উপজেলার ৭ নম্বর খালিশা চাপানী ইউপির বাইশপুকুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে। তিনি ছোটখাতা কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। 

শনিবার মামার দাখিল (ভোক) পরীক্ষা ভাগনে দেওয়ার পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের হাতে আটক হন ভাগিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, আটক জামিদুল ইসলামকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।