বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখাতে চায় বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

বিশ্বকে-নিজেদের-সামর্থ্য-দেখাতে-চায়-বাংলাদেশ-নারী-দল

বিশ্বকে-নিজেদের-সামর্থ্য-দেখাতে-চায়-বাংলাদেশ-নারী-দল

আসন্ন নারী টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিতের লক্ষ্য সামনে নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেই কথা রেখেছে টাইগ্রেসরা।

শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। 

থাইল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, এবার বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময়। তিনি বলেন, ‘আমরা এখানে টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এসেছিলাম। আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি।’

বাছাইপর্বে দলের মেয়েরা যেভাবে খেলেছে তাতে অধিনায়ক জ্যোতি গর্বিত। তিনি বলেন, ‘এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো ও দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

জ্যোতি আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে জ্যোতির আশা, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’