খুলনায় গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
খুলনায়-গৃহবধূর-শরীরে-অ্যাসিড-নিক্ষেপের-অভিযোগ
শুক্রবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় শামীমা নাসরিনের শরীরে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করেছে বলে ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যরা দাবি করেছেন। শামীমা নাসরিন কয়রা উপজেলার গিলাবাড়ি কুচির মোড় এলাকার আব্দুল গফ্ফার গাজীর মেয়ে।
আহত শামীমা বলেন, প্রতিদিনের মতো আমার রুমে ঘুমিয়ে পড়ি। হঠ্যাৎ শরীরে জ্বালা পোড়ায় জেগে উঠে বাড়ির সবাইকে ডাকি। তবে কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করেছেন সেটা জানি না।
শামীমার বড় দুলাভাই রুস্তম সরদার জানান, শামীমা বাবার বাড়ির পাশে জায়গা কিনে সেখানে বসবাস করেন। অ্যাসিডে তার হাত, মুখ ও বুক পুড়ে গেছে। জায়গীরমহল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
কয়রা থানার ওসি এ ডি এম দোহা বলেন, সংবাদ পেয়ে আমি নিজেই হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাৎ করেছি। ডাক্তারদের সঙ্গে কথা বললে তারা জানান, এটা সর্বোচ্চ হলে ব্যাটারির অ্যাডিস জাতীয় কিছু হতে পারে। যতটুকু সমস্যা সেটুকু এখানে চিকিৎসা সম্ভব কিন্তু ভুক্তভোগী খুলনায় যেতে যাচ্ছেন। এজন্য তাকে সেখানে রেফার্ড করা হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১১ জুলাই সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালীরা ঐ গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।