শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রশিক্ষিত শিক্ষক হলেই ক্লাসে ভালো পড়ানো সম্ভব: মাউশি মহাপরিচালক

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

প্রশিক্ষিত-শিক্ষক-হলেই-ক্লাসে-ভালো-পড়ানো-সম্ভব-মাউশি-মহাপরিচালক

প্রশিক্ষিত-শিক্ষক-হলেই-ক্লাসে-ভালো-পড়ানো-সম্ভব-মাউশি-মহাপরিচালক

সম্পর্কিত খবর মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই। একজন শিক্ষককে কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। প্রশিক্ষিত শিক্ষক হলেই ক্লাসে ভালো পড়ানো সম্ভব। এখন কেউ শিক্ষক হতে পারলেই আর পড়াশোনা করেন না। এটিই মানসম্মত শিক্ষার জন্য এখন বড় সঙ্কট।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় মানসম্মত শিক্ষার গুরুত্ব এবং করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। কলেজের নিজস্ব হলরুমে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করে কর্তৃপক্ষ।

মাউশি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনের মাধ্যমে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।  

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস প্রমুখ।