বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ভারত-সফরে-যাচ্ছে-বাংলাদেশ-দল

ভারত-সফরে-যাচ্ছে-বাংলাদেশ-দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে যে প্রতিভাবান ক্রিকেটাররা থাকেন, তাদের নিয়ে তৈরি হয় বাংলাদেশ ‘এ’ দল। কিছুদিন আগে আফগানিস্তানে দলটির সফর বাতিল হয়। সে সময় জানানো হয়, আর্থিক কারণে বাতিল হয়েছে সিরিজটি।

সিরিজ বাতল হলেও বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফাঁকা সময়ে ভারতের চেন্নাইয়ের রঞ্জি দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, চেন্নাইয়ের সেই রঞ্জি দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যদিও এখনো সবকিছুর দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, ‘যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা হচ্ছে না, সে কারণে নতুন কিছু করার চেষ্টা করা হচ্ছিল। চেন্নাইয়ের যে রঞ্জি দল আছে, তারা সিরিজ খেলতে রাজি হয়েছে। সেখানে চার দিনের ম্যাচ দুটি এবং একদিনের ম্যাচ হবে তিনটি। যদিও এ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে, এখনো কিছু ফাইনাল হয়নি।’

আগামী মাসে ‘এ’ দলের ভারত সিরিজ থাকায় মুমিনুল-মিঠুনদের দেখা যাবে না এনসিএলে। বাশার বলেন, ‘যারা বাংলাদেশ ‘এ’ দলে আছেন, তাদের প্রথম প্রায়োরিটিই থাকবে ‘এ’ দল। সে কারণে এ সিরিজের বাংলাদেশ দলে যারা থাকবেন, তারা এনসিএলে খেলবেন না।’