নানাকে হত্যার পর বস্তাবন্দি, নাতি আটক
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
নানাকে-হত্যার-পর-বস্তাবন্দি-নাতি-আটক
শনিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হক মাদবর। ৮৫ বছর বয়সী আব্দুল হক একই গ্রামের বাসিন্দা। আটক ২৫ বছরের আব্দুল খালেকের বাড়িও একই গ্রামে।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ছেলে হারুনের পাশের কক্ষে থাকতেন আব্দুল হক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে আসেন হারুন। এ সময় হারুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান ভাগনে খালেক। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাত ৩টার দিকে বাড়িতে আনেন।
সকালে আব্দুল হককে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন স্বজনরা। একপর্যায়ে পাশের ঘরের মেঝেতে তার বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। আব্দুল হককে হত্যার পর ঘরের মেঝেতে বস্তায় ঢেকে রেখে নাতি খালেক পালিয়েছেন বলে ধারণা তাদের।
ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে অভিযুক্ত খালেককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।