এক মুরগির চার পা, দেখতে মানুষের ভিড়
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
এক-মুরগির-চার-পা-দেখতে-মানুষের-ভিড়
শুক্রবার রাতে বন্দর বাবুপাড়া এলাকায় পোলট্রি ব্যবসায়ী মনির মিয়ার দোকানে চার পায়ের এ মুরগির দেখা মেলে। ব্যবসায়ী মনির মিয়ার বাড়ি বন্দর রুপালী আবাসিক এলাকায়। বাবুপাড়া মোড়ে মুরগির দোকান রয়েছে তার।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার খামারিদের কাছ থেকে শতাধিক ব্রয়লার মুরগি কিনে দোকানে তোলেন মনির। শুক্রবার দোকানের খাঁচা থেকে মুরগি বিক্রি করছিলেন। এ সময় একটি মুরগির চারটি পা দেখে ঘাবড়ে যান তিনি। একপর্যায়ে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী মনিরের দোকানে গিয়ে দেখা যায়, ব্রয়লার প্রজাতির ওই মুরগির স্বাভাবিক দুটি পায়ের পাশেই ছোট আকারের আরো দুটি পা রয়েছে। আকারে ছোট হলেও পা দুটির স্বাভাবিক পায়ের মতোই নখ রয়েছে।
দোকানি মনির মিয়া বলেন, অনেকদিন ধরেই মুরগির ব্যবসা করছি। কিন্তু কখনো চার পায়ের মুরগি চোখে পড়েনি। মুরগিটির কেন চারটি পা হলো বিষয়টি মাথায় আসছে না। তবে এ মুরগি দেখতে ভিড় করছেন বাইরের লোকজন।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম জানান, জন্মগত ত্রুটির কারণে মুরগিটির চারটি পা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ মুরগি খাওয়া যাবে।