বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘লিও বললে আমরা যুদ্ধে যেতেও রাজি’ 

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

লিও-বললে-আমরা-যুদ্ধে-যেতেও-রাজি 

লিও-বললে-আমরা-যুদ্ধে-যেতেও-রাজি 

আর্জেন্টাইন প্রাণ ভোমরা লিওনেল মেসি। সে একজন অধিনায়ক। একজন বন্ধু। তাই তো তার সতীর্থরা তাকে তেমন ভালোবাসেন। আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজে বলেছিলেন, ‘আমরা একটা সিংহের দল, যারা মেসির জন্য লড়াই করি’। এমনই এক বক্তব্য দিয়েছেন, আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল ‘লিও যদি বলে তোমরা যুদ্ধে নেমে যাও, তাহলে আমরা যুদ্ধে নেমে যেতেও রাজি’।

আর্জেন্টিনার ম্যাচে মেসির গায়ে ফুলের টোকা লাগার আগেই সদলবলে হাজির হয় আর্জেন্টিনা দল। সে দৃশ্যের দেখা মিলেছে হন্ডুরাসের ম্যাচেও। মেসি ফাউলের শিকার হতেই রীতিমতো তেড়েফুঁড়ে হাজির আর্জেন্টিনার গোটা আটেক খেলোয়াড়।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে থাকা হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচের শুরু থেকেই আলবিসেলেস্তেরা ছড়ি ঘুরিয়েছে বেশ। তার মাসুলটাও গুণতে হয়েছে বৈকি! পুরো ম্যাচে ফাউল হজম করতে হয়েছে ১২টা।

তারই একটা ৩৮ মিনিটে করা হয়েছিল মেসিকে। সঙ্গে সঙ্গে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দলই রীতিমতো তেড়ে এসেছে ফাউল করা দেইবি ফ্লোরেসের দিকে! সে ফাউল অবশ্য গুরুতর ছিল না, মেসি উঠে দাঁড়িয়েছেন, দৌড়েছেন একটু পরেই। করেছেন জোড়া গোল। তাতে ভর করে আর্জেন্টিনাও তাদের অপরাজেয় যাত্রাটা উন্নীত করেছে ৩৪ ম্যাচে।

বিশ্বকাপ চলে আসছে। আর মাত্র ৫৭ দিন পরই বিশ্বকাপ। এখন কোনো চোট মানেই ফুটবলের মহাযজ্ঞে খেলা নিয়েই শঙ্কা সৃষ্টি হওয়া। মেসির ফাউলের শিকার হওয়া তাই আর্জেন্টিনার জন্য সাক্ষাৎ বিপদবার্তা। সে কারণেই হয়তো, তাকে ফাউল করলেই রীতিমতো যুদ্ধে নেমে যায় পুরো দল।