হাওরে করছিলেন কাজ, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
হাওরে-করছিলেন-কাজ-হঠাৎ-বজ্রপাতে-প্রাণ-গেল-দুই-কৃষকের
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন- মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার ছেলে নুর উদ্দিন এবং একই গ্রামের খতিব উল্লাহর ছেলে আব্দুল করিম।
স্থানীয়রা জানায়, সকালে গ্রামের পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজ করছিলেন নুর উদ্দিন ও আব্দুল করিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। বিষয়টি অন্যান্য কৃষকরা বুঝতে পেরে তাদের কাছ যান। পরে তাদের স্বজনদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বানিয়াচং ইউএনও পদ্মাসন সিংহ জানান, আমরা বজ্রপাতে দুইজনের মৃতের খবর পেয়েছি। তাদের প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।