মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত ইউক্রেনের

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ইরানের-রাষ্ট্রদূতকে-বহিষ্কারের-সিদ্ধান্ত-ইউক্রেনের

ইরানের-রাষ্ট্রদূতকে-বহিষ্কারের-সিদ্ধান্ত-ইউক্রেনের

রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কিয়েভ সরকার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। রাষ্ট্রদূতের পাশাপাশি ইরানের দূতাবাস থেকে আরো কূটনীতিক বহিষ্কার করা হবে। তবে কতজন কূটনীতিক বহিষ্কার করা হবে তা জানায়নি কিয়েভ সরকার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে জানায়, রাশিয়ার কাছে ড্রোন বিক্রির মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে।

আরো পড়ুন>> সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় ভারতীয় রুপি

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের বিরুদ্ধে ড্রোন বিক্রির অভিযোগ তুলেছিল। তখন তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করা হয়।