দুই বাসের সংঘর্ষে নিহত ৯: জিজ্ঞাসাবাদে যা বললেন চালক দেলোয়ার
প্রকাশিত : ১১:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
দুই-বাসের-সংঘর্ষে-নিহত-৯-জিজ্ঞাসাবাদে-যা-বললেন-চালক-দেলোয়ার
শুক্রবার বিকেলে উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাহবুব মোর্শেদ।
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি ফেরত নেওয়ার জন্য মালিকপক্ষের লোকজন যোগাযোগ করছিল। আমরা বাসের চালক দেলোয়ারকে কৌশলে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলি। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে আসেন দেলোয়ার। বিষয়টি জানতে পেরে হাইওয়ে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দিন গাঁজা খেয়ে বাস চালানোর কথা স্বীকার করেছেন দেলোয়ার। পরে রাতেই তাকে তারাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। যেহেতু তার নামে মামলা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।’
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলার মধ্যরাতে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন কমপক্ষে ৩৫ জন। পরে মারা যান আরো চারজন।