শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি সমর্থিত এমপি বাবলু ‘চিহ্নিত প্রতারক’

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিএনপি-সমর্থিত-এমপি-বাবলু-চিহ্নিত-প্রতারক

বিএনপি-সমর্থিত-এমপি-বাবলু-চিহ্নিত-প্রতারক

দুর্নীতির অভিযোগে সমালোচিত বগুড়ার-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের বিএনপি সমর্থিত এমপি রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী। তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

সর্বশেষ তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দিকে পিস্তল তাক করে সমালোচিত হয়েছেন।

এমপি বাবলুর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছেন শাজাহানপুরের বাসিন্দারা। এ সময় বাবলুকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ সমাবেশে শাজাহানপুর উপজেলার বাসিন্দা তালেবুল ইসলাম তালেব বলেন, এমপি রেজাউল করিম বাবলু একজন চিহ্নিত প্রতারক। তার সম্পর্কে উপজেলাবাসী জানে। তাকে (এমপি বাবলু) শাজাহানপুর উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হলো।

সমাবেশে এমপি বাবলুর অস্ত্রের লাইসেন্স বাতিলকরাসহ তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তোলা হয়।

এর আগে, বুধবার সকালে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এমপি বাবলুর নেতৃত্বে বাদশা আলমগীর নামে এক যুবককে মারধর করা হয়। বাদশা আলমগীর শাজাহানপুর উপজেলার বাসিন্দা। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন ছান্নু এগিয়ে গেলে তার দিকে লাইসেন্স করা পিস্তল তাক করেন বাবলু। এ ঘটনায় এমপি বাবলুর ব্যক্তিগত সহকারী রেজাউল করিমও আহত হন।

অস্ত্র হাতে ভাইরাল এমপি বাবলুবাদশা আলমগীর জানান, বরাদ্দ দেওয়ার নামে তার কাছ থেকে চার বছর আগে ৩ লাখ ৯৫ হাজার টাকা নেন এমপি বাবলু। পরবর্তীতে বরাদ্দসহ নগদ টাকার মাধ্যমে ৩ লাখ টাকা শোধ করেন বাবলু। বাকি রাখেন ৯৫ হাজার টাকা। এমপি বাবলুকে উপজেলা পরিষদে দেখে বাকি টাকা ফেরত চাইতে যান তিনি। টাকা ফেরত চাওয়ার পরপরই বাবলু ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় বাবলুর সঙ্গে থাকা রেজাউল নামের একজন তাকে পাইপ দিয়ে আঘাত করেন। পরে হট্টগোল শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে আসলে তার দিকে পিস্তল তাক করেন এমপি বাবলু।

অস্ত্র হাতে ভাইরাল এমপি বাবলু:

দুর্নীতির অভিযোগে সমালোচিত এমপি বাবলু ওরফে শওকত আলী গোলবাগীর একটি ছবি ২০২০ সালের অক্টোবরে ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, হাতে অস্ত্র নিয়ে হাসি মুখে একটি চেয়ারে বসে আছেন তিনি। পাশেই টেবিলে পড়ে আছে ম্যাগাজিন। ছবিটি ভাইরাল হওয়ার পরও সমালোচিত হন রেজাউল করিম বাবলু।