শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অদিতি হত্যায় ৩ দিনের রিমান্ডে সেই রনি

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

অদিতি-হত্যায়-৩-দিনের-রিমান্ডে-সেই-রনি

অদিতি-হত্যায়-৩-দিনের-রিমান্ডে-সেই-রনি

সম্পর্কিত খবর রনির সারা শরীরে নখের আঁচড়, দিলেন অদিতি হত্যার রোমহর্ষক বর্ণনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতি হত্যা মামলায় গ্রেফতার আব্দুর রহিম রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া গ্রেফতার বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রনির ১০ দিন রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ। শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ এমদাদ।

এর আগে, স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় রনিসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন- লক্ষ্মীনারায়ণপুর এলাকার ১৪ বছর বয়সী ইসরাফিল, তার ভাই ২০ বছরের সাঈদ ও নিহত স্কুলছাত্রীর চাচা ইমাম উদ্দিন।

এদিন দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে অদিতির নখের আঁচড় ছিল। এতে তার সম্পৃক্ততা সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি অর্ধনগ্ন ছিল।