সিরিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত বেড়ে ৭১
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সিরিয়ার-উপকূলে-নৌকাডুবিতে-নিহত-বেড়ে-৭১
বৃহস্পতিবার সন্ধ্যার পর লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা মিনিয়েহ থেকে সিরিয়ার উদ্দেশে ১২০ থেকে ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী নৌকায় যাত্রা করেন। সিরিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার লক্ষ্য ছিল তাদের। তবে খারাপ আবহাওয়ার প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সিরিয়ার উপকূলে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে যাত্রীদের মধ্যে ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার এ ২০ জন বর্তমানে সিরিয়ার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লেবাননের সরকারি সূত্রে জানা গেছে, শুক্রবারজুড়ে আরো ৩৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছেন সিরিয়া ও লেবাননের কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।
আলি হামিয়ে জানান, এ অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরীয় শরণার্থী। গত দশকে ইসলামিক স্টেটের উত্থান ও তার জেরে সিরিয়ার গৃহযুদ্ধ তীব্র হওয়ায় দেশ থেকে পালিয়ে লেবাননে এসে আশ্রয় নিয়েছিলেন তারা।
সরকারি তথ্যানুযায়ী, গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হয়ে লেবাননের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১০ লাখ সিরীয় শরণার্থী। কিন্তু করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর থেকে লেবাননে তীব্র অর্থনৈতিক সংকট শুরুর পর সিরীয় শরণার্থীদের মধ্যে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার প্রবণতা কয়েকগুণ বেড়েছে।