মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

মহাকাশে-নারী-নভোচারী-পাঠাচ্ছে-সৌদি

মহাকাশে-নারী-নভোচারী-পাঠাচ্ছে-সৌদি

আগামী বছর মহাকাশে নারী নভোচারী পাঠাতে চায় সৌদি আরব। এজন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার সৌদি আরবের স্পেস কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি বৈচিত্র আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

একটি বিবৃতিতে সৌদি আরবের স্পেস কমিশনের পক্ষ থেকে বলা হয়, সৌদি নভোচারী প্রোগ্রাম দেশটির ভিশন ২০৩০-এর একটি অবিচ্ছেদ্য অংশ।  

সৌদি আরব থেকে মহাকাশে প্রথম ভ্রমণকারী ছিলেন দেশটির যুবরাজ সুলতান বিন সালমান। তিনি বিমান বাহিনীর পাইলট ছিলেন। ১৯৮৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিসকভারি মিশনের সাত সদস্যের একজন ছিলেন তিনি। পরে তিনি সৌদি স্পেস কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেন সৌদির ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান।