রাশিয়ার রিজার্ভ সেনার বাইরে থাকবেন যারা
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রাশিয়ার-রিজার্ভ-সেনার-বাইরে-থাকবেন-যারা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইটি কর্মী, ব্যাংক কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কাজ করা সাংবাদিকরা আংশিক সেনা সমাবেশ থেকে বিরত থাকতে পারবেন।
পুতিনের ঘোষণা অনুযায়ী, আংশিক সেনা সমাবেশে তিন লাখ সৈন্য জড়ো হবেন। পুতিনের এ পদক্ষেপের পর যুবকরা সেনা সমাবেশ এড়াতে সীমান্ত পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়োগদাতারা অব্যশই ঘোষিত নিয়ম অনুযায়ী কর্মীদের তালিকা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে।
তবে রাশিয়ার হাইটেক শিল্প সুরক্ষার নিশ্চয়তা এবং অর্থনৈতিক ব্যবস্থার সচলতা রাখতে বেশ কয়েকটি খাতকে রিজার্ভ সৈন্যের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিছু বিশেষজ্ঞ পর্যবেক্ষণের পর বলছেন, সেনা সমাবেশের ডিক্রিতে অস্পষ্টতা রয়েছে। যদি প্রয়োজন হয় তাদের সেটি বর্ধিত করা হতে পারে।
ডিক্রির একটি প্যারায় সম্পূর্ণরূপে পরিষ্কার থাকে। ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ শুক্রবার বলেন, প্যারায় মোট নিয়োগ করা সেনার সংখ্যা লেখা থাকার কথা থাকলেও সেটি সেখানে উল্লেখ করা হয়নি।