ডাক্তার দেখাতে নিয়ে সড়কেই নিথর হলেন মা-ছেলে
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ডাক্তার-দেখাতে-নিয়ে-সড়কেই-নিথর-হলেন-মা-ছেলে
সিএনজি যাত্রা শুরু করতেই লল্বাবিল এলাকায় এসে ঘটলো বিপত্তি। সামনে থেকে ড্রাম ট্রাক এসে তাদের গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা ও শিশু সোয়াদ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফের হোইয়াক্যং লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত ফাতেমা আক্তার টেকনাফের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী।
ফাতেমার স্বামী আবুল কাশেম জানান, গত তিনদিন ধরে ছেলেটা অসুস্থ। দুপুরে ডাক্তার দেখানোর জন্য কোর্টবাজার যাচ্ছিলো মা-ছেলে। হঠাৎ ঘাতক ট্রাক কেড়ে নিলো আমার বুকের ধন ও প্রিয়তমা স্ত্রীকে। আমাদের বিয়ে হয়েছে দেড় বছর আগে। স্বল্প এই সময়ে আমি তাকে হারালাম। এই দুর্ঘটনায় আমার জীবনটা শেষ হয়ে গেল। ভেঙে গেল সব স্বপ্ন।
হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, দুইজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গাড়ি চালককে আটক করতে আমরা সক্ষম হয়েছি। গাড়িও জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।