শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পা পিছলে পড়ে গেল কিশোর, হাতের ছুরি বিঁধল যুবকের গলায়

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

পা-পিছলে-পড়ে-গেল-কিশোর-হাতের-ছুরি-বিঁধল-যুবকের-গলায়

পা-পিছলে-পড়ে-গেল-কিশোর-হাতের-ছুরি-বিঁধল-যুবকের-গলায়

সাভারে এক কিশোরের হাতে থাকা আমড়া কাটার ছুরি অসাবধানতাবশত গলায় ঢুকে রইচ উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাপাইন এলাকার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাপাইন ব্রিজের ঢালে রইচ উদ্দিনসহ কয়েকজন বসে ছিলেন। ৫-৬ জন কিশোর সেই পথ দিয়ে আমড়া খেতে খেতে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত এক কিশোর পড়ে গেলে তার হাতে থাকা ছুরি রইচ উদ্দিনের গলায় লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সাভার মডেল এসআই কাজী মাহবুবুর রহমান তালুকদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অসাবধানতায় গলায় ছুড়ির আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।  

তিনি আরো বলেন, পরিবারের কোনো অভিযোগ এখনো পাইনি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা চলছে।