ফোনে পুতিন-শাহবাজের সঙ্গে যা আলোচনা করলেন সৌদি ক্রাউন প্রিন্স
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফোনে-পুতিন-শাহবাজের-সঙ্গে-যা-আলোচনা-করলেন-সৌদি-ক্রাউন-প্রিন্স
আলাপের শুরুতে পুতিন ‘বন্দি বিনিময় প্রক্রিয়ার সাফল্যে সক্রিয় ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ প্রিন্স সালমানকে ধন্যবাদ জানান। পুতিন সাংহাই কো-অপারেশন সংস্থায় সৌদি আরবের যোগদানকে একটি সংলাপ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। সংস্থার কাজে সৌদি আরবের সক্রিয় অবদানের বিষয়টিও উল্লেখ করেছেন পুতিন।
ফোনে দুই দেশের মধ্যে সহযোগিতার নানা দিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
অন্যদিকে, পুতিনের সঙ্গে আলাপের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন প্রিন্স সালমান। এ সময় সৌদি জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানান এবং দেশটির আরো অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের বন্যা দুর্গতদের ত্রাণ প্রদান ও জনগণকে ক্রমাগত সহায়তায় রিয়াদকে ধন্যবাদ জানান শাহবাজ।
দুই দেশের মধ্যে সহযোগিতার নান দিক এবং সহযোগিতা বিকাশের উপায়গুলো পর্যালোচনা করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও শাহবাজ শরিফ।
সূত্র-আরব নিউজ।