নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে আগামী আইপিএল
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নতুন-ফরম্যাটে-অনুষ্ঠিত-হবে-আগামী-আইপিএল
এরই মধ্যে এ বিষয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই চিঠিতে বোর্ড সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলির সই রয়েছে।
করোনার কারণে ২০২০ সাল থেকে আইপিএলের নিয়মে বদল হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। ২০২১ সালেও দিল্লি, আহমেদাবাদ, মুম্বই, চেন্নাই- এই চারটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। ২০২২ সালে আইপিএলের গ্রুপ পর্বের প্রতিযোগিতা হয়েছিল শুধু মাত্র মহারাষ্ট্রে, মুম্বাই ও পুণের মাঠে।
এ আসরে প্লে অফ হয়েছিল কলকাতা ও আহমেদাবাদে। কিন্তু আগামী বছর থেকে পুরনো নিয়ম ফিরবে। রাজ্য সংস্থাগুলোকে সৌরভের পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘আগামী মৌসুম থেকে ছেলেদের আইপিএল হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে। ১০টি দলই তাদের হোম ম্যাচ নিজেদের মাঠে খেলবে।’
সৌরভের লেখা চিঠিতে আরো জানানো হয়েছে, ২০২৩ সালের শুরুতেই মহিলাদের আইপিএল প্রায় নিশ্চিত। চিঠিতে লেখা, ‘বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএলের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তোড়জোড় শুরু করেছে। আমরা আশা করছি, ২০২৩ সালের শুরুর দিকে এই প্রতিযোগিতা হবে।’