অবাক কারণে খেলতে ডাক পেলেন পিৎজা দোকানের মালিক
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
অবাক-কারণে-খেলতে-ডাক-পেলেন-পিৎজা-দোকানের-মালিক
জানা গেছে, ম্যাট গিলবার্ট নামক সেই দোকানের মালিক এক সময় রাগবি খেলতেন। গত বছর তিনি শেষ বার খেলেছিলেন। তিনিই এখন ওয়রস্টার ওয়ারিয়ার্সের ভরসা।
এই মৌসুমটাই বিপদের মধ্যে শুরু করেছিল ওয়রস্টার। দলের খেলোয়াড় এবং স্টাফদের পুরো বেতন দিতে পারেনি তারা। ক্লাবের মালিক কলিন গোল্ডরিং এবং জেসন হুইটিংহামের বিরুদ্ধে ক্লাবের জিনিসপত্র নষ্ট করার অভিযোগ ওঠে।
এর মাঝে গত মাসে ওয়রস্টারকে ৫৫ কোটি টাকার বেশি কর জমা দেওয়ার নির্দেশ দেয় ব্রিটেনের সরকার। এমন অবস্থায় ক্লাব যদি লিগে খেলতে না পারে তাহলে তাদের নির্বাসিত করার কথা জানানো হয়। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যেকোনোভাবে দল নামানোই ছিল ওয়রস্টারের লক্ষ্য।
সেই কারণেই পিৎজা দোকানের মালিককে দলে নেয় তারা। ওয়রস্টারের রাগবি প্রধান স্টিভ ডায়মন্ড বলেন, এমন পরিস্থিতিতে নিজের সেরা খেলাটা তুলে ধরা খুব কঠিন।
গিলবার্টের মতো আরো চারজনকে দলে নিয়েছিল তারা। তাদের মধ্যে ২০১৩ সালে অবসর নিয়েছিলেন জনি গুডরিজ। ৪১ বছরের সেই খেলোয়াড়কেও ডেকে নেয় ওয়রস্টার।