‘নরকগামী যুক্তরাষ্ট্রকে ফেরাতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন’
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নরকগামী-যুক্তরাষ্ট্রকে-ফেরাতে-শক্তিশালী-নেতৃত্ব-প্রয়োজন
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমাদের দেশ নরকের দিকে যাচ্ছে। আমরা এমন একটি দেশ যেখানে দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এখন অস্থিতিশীল অবস্থায় আছে। এই মুহূর্তে যেভাবে যুক্তরাষ্ট্র চলছে সেভাবে বেঁচে থাকা সম্ভব নয়।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সংকট নিরসনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন শক্তিশালী নেতৃত্ব দরকার। রিপাবলিকান এবং ডেমোক্রেট, রেডিক্যাল লেফ্টসহ অন্যান্যরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ভুলে যান। আমি এমন একজনকে চাই যিনি মহান নেতা হবেন। আমি এমন নেতা চাই যিনি চীনের প্রেসিডেন্টের পায়ের সঙ্গে পা রেখে দাঁড়ানোর সক্ষমতা থাকবে।
তিনি আরো বলেন, রিপাবলিকান অথবা ডেমোক্রেটের বাইরে আমি সেই শক্তিশালী নেতাকে দেখতে চাই। আমি তাকে অবিশ্বাস্যভাবে সফল করতে চাই। এতে যদিও আমার জন্য কঠিন ও ক্ষতি হবে।
সূত্র-তাস।