প্রধানমন্ত্রীর অঙ্গীকার নারীর ক্ষমতায়নে নবদিগন্তের সূচনা করবে: প্রতিমন্ত্রী ইন্দিরা
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
প্রধানমন্ত্রীর-অঙ্গীকার-নারীর-ক্ষমতায়নে-নবদিগন্তের-সূচনা-করবে-প্রতিমন্ত্রী-ইন্দিরা
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় মহিলা সংস্থায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অডিটোরিয়ামে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নারীর নিরাপত্তা, সুরক্ষা ও আইনি সহায়তা প্রদানে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।
নারীর প্রতি নির্যাতন-সহিংসতা প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির এ অনুদান নারীর ক্ষমতায়ন ও দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।
উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদফতরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে ২ হাজার ৩৫৭টি। এ বছর তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ৭০৮টি সমিতির মাঝে ১১ কোটি ৩০ লাখ ৩০ হাজার অনুদান প্রদান করা হয়েছে।