ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে রাশিয়া: জাতিসংঘ
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ইউক্রেনে-যুদ্ধাপরাধ-করছে-রাশিয়া-জাতিসংঘ
প্রায় চার মাস তদন্তের মাধ্যমে জতিসংঘের গঠিত কমিশনের সংগ্রহ করা তথ্য-প্রমাণের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়।
তদন্তকারী দলের প্রধান এরিক মোস জাতিসংঘের মানবিক অধিকার কাউন্সিলে বলেন, সব তথ্য-উপাত্তের ভিত্তিতে দেখা যায় যে, ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে।
তবে বিবৃতির ধরন-প্রকৃতি ছিল অস্বাভাবিক।
আন্তর্জাতিক অপরাধগুলোর ওপর তদন্ত করে সাধারণভাবে প্রকাশ করে জাতিসংঘের তদন্তকারীরা। আদালতের আইনে তারা যুদ্ধের অপরাধ এবং একই ধরনের নির্যাতনের চূড়ান্ত বিষয়টি তুলে ধরে থাকে।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিষয়ে তদন্ত করতে গত মে মাসে একটি দল গঠন করে দ্য কমিশন অব ইনক্যুয়ারি (সিওআই)।
কাউন্সিলে তদন্ত দলের তিনজন কথিত স্বাধীন বিশেষজ্ঞ প্রথম মুখে বিষয়গুলো উপস্থাপন করেছেন। তারা শুরুকে কিয়ৈক, চেরনিহিভ, খারকিভ ও সামি অঞ্চলে তদন্ত শুরু করেন। সেই তদন্ত আরো বাড়ানো হচ্ছে।
মোস বলেন, প্রতিবেশী ইউক্রেনে অভিযানের পর বিস্ফোরণ অস্ত্র ব্যবহার করছে রাশিয়ান ফেডারেশন। এতে বিশাল বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগরিকরা সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন। সেখানে নির্যাতন ও যৌন সহিংসতা ঘটেছে।