মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাড়ির উপর ক্রেন পড়ার পরও অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন তরুণী

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

গাড়ির-উপর-ক্রেন-পড়ার-পরও-অলৌকিক-ভাবে-প্রাণে-বাঁচলেন-তরুণী

গাড়ির-উপর-ক্রেন-পড়ার-পরও-অলৌকিক-ভাবে-প্রাণে-বাঁচলেন-তরুণী

মৃত্যুকে ফাঁকি! গাড়ির উপর ক্রেন পড়ে যাওয়ার পরও প্রাণ বাঁচলেন তরুণী। মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কে এই ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনাটিই একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আর সেই ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা গিয়েছে, জেরোম পার্কের ভিলা অ্যাভিনিউয়ের কাছে বেডফোর্ড পার্কের কাছে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। ট্রাফিক সিগন্যালের লাল আলো দেখে তিনি গাড়ি দাঁড় করান। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি নির্মাণ সংস্থার ট্রাক। হঠাৎই ট্রাকের উপরে থাকা ক্রেন ভেঙে পড়ে ওই তরুণীর গাড়ির উপর। ক্রেনের ভারে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির মাথা। ভেঙে পড়ে রাস্তার ধারে থাকা একটি বাতিস্তম্ভও। ঘটনাস্থলে উপস্থিত সকলেই ভেবেছিলেন নির্ঘাত মৃত্যু হয়েছে ভিতরে থাকা তরুণীর। কিন্তু সবাইকে চমকে দিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গাড়িচালক ওই তরুণী।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সি ওই তরুণীর নাম ড্যানিয়েল ক্রুজ। দুর্ঘটনার ফলে তার হাতে সামান্য চোট লাগে। পরে তাকে স্থিতিশীল অবস্থায় সেন্ট বার্নাবাস হাসপাতালে ভর্তি করানো হয়।

আরো পড়ুন>> এশিয়ার নতুন শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর

ওই তরুণী বলেন, ‘আমার পিঠে, ঘাড় এবং মাথায় সামান্য ব্যথা রয়েছে। আমার গাড়ি যদি আর দু’ ইঞ্চি আগে থাকত তা হলে আমি বাঁচতাম না।’ তবে তার এই অবস্থার জন্য ওই নির্মাণ সংস্থাকে জবাবদিহি করতে হবে বলেও তিনি জানিয়েছেন।