হাফেজ তাকরিমকে নিয়ে গর্বিত মুশফিক
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
হাফেজ-তাকরিমকে-নিয়ে-গর্বিত-মুশফিক
মক্কায় এবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ৪২তম আসর। এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মধ্যে একটি। যেখানে ১১১টি দেশের মোট ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নিয়েছিলেন।
হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন অর্জনে গর্বিত বোধ করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, ‘মা শা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।’
এমন অর্জন শেষে গতকাল মধ্যরাতে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তাকরিম। এসময় তাকে খোলা জিপে চড়তে দেখা যায় এবং বিমানবন্দরে হাজার হাজার মানুষ ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে স্বাগত জানান।
তৃতীয় স্থান অর্জন করায় পুরস্কার হিসেবে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা), সনদ ও সম্মাননা পেয়েছেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম।