বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় লিগে খুলনার কোচ সৈয়দ রাসেল, সহকারী রবিউল 

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

জাতীয়-লিগে-খুলনার-কোচ-সৈয়দ-রাসেল-সহকারী-রবিউল 

জাতীয়-লিগে-খুলনার-কোচ-সৈয়দ-রাসেল-সহকারী-রবিউল 

আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। এ আসরে খুলনা বিভাগের প্রধান কোচের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক তারকা পেসার সৈয়দ রাসেল। তার সহকারী হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক আরেক পেসার রবিউল ইসলাম।

রাসেলের খুলনা বিভাগের প্রধান কোচ হওয়ার খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

রাসেল বর্তমানে আমেরিকা রয়েছেন। এই মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে সপ্তাহখানিক বিশ্রামের পর দলের দায়িত্ব নেবেন।

খুলনা বিভাগীয় প্রধান কোচের দায়িত্ব দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলকে ধন্যবাদ জানান রাসেল।

এর আগে বিপিএলের সপ্তম আসরে প্রথমবারের মতো ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ রাসেল। এরপর খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির বোলিং কোচের দায়িত্বে। এছাড়া রবিউল ইসলামও জাতীয় দল থেকে অবসরের পর কোচিং পেশা বেছে নেন। গেল আসরের পর এবারো দায়িত্ব পালন করছেন খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে।

জাতীয় দলের হয়ে রাসেল ছয় টেস্টে ১২ উইকেট, ৫২ ওয়ানডেতে ৬১ ও ৮টি টি-৩০তে চার উইকেট শিকার করেন রাসেল। সর্বশেষ ২০১০ সালে জাতীয় দলে এবং ২০১৮ সালে স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেন। জাতীয় দলের বহু ঐতিহাসিক জয়ের সাথে সৈয়দ রাসেলের নাম জড়িয়ে আছে।