বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানে ঘুম থেকে চোখ খুলেই ‘সারপ্রাইজ’ পেয়ে হতবাক আফিফ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিমানে-ঘুম-থেকে-চোখ-খুলেই-সারপ্রাইজ-পেয়ে-হতবাক-আফিফ

বিমানে-ঘুম-থেকে-চোখ-খুলেই-সারপ্রাইজ-পেয়ে-হতবাক-আফিফ

পাঁচদিনের প্রস্তুতি ক্যাম্প ও দুই ম্যাচের ফ্রেন্ডশিপ সিরিজ খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। যাত্রাপথে ঘুম থেকে চোখ খুলেই মধুর এক সারপ্রাইজ পেয়েছেন দলের বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর ছিল আফিফের ২৩তম জন্মদিন। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিমানেই কেক কাটার ব্যবস্থা করেছিলেন দলের বাকি সতীর্থরা। তারকা পেসার তাসকিন আহমেদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘুমের মধ্যেই আফিফের সারপ্রাইজ পাওয়ার দৃশ্য।

যথাসময়ে বিমান ছাড়ার পর গায়ে কম্বল জড়িয়ে ঘুমোচ্ছিলেন আফিফ। তার পাশেই ছিলেন ড্যাশিং ওপেনার লিটন দাস। হঠাৎই আফিফের কম্বল টেনে নামিয়ে দেন তাসকিন, তার সঙ্গে যোগ দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। 

সদ্য ঘুম ভাঙা আফিফ কিছু বুঝে ওঠার আগেই শুনতে পান সবাইকে তাকে ‘হ্যাপি বার্থডে’ বলছেন।

তড়িঘড়ি জাতীয় দলের ক্যাপ মাথায় পরে নিজেকে সামলে নেন বার্থডে বয়। পরে টিম ম্যানেজার নাফিস ইকবালের আগে থেকেই ব্যবস্থা করে রাখা কেক চলে আসে আফিফের সামনে। যা কেটে বিমানেই নিজের ২৩তম জন্মদিন উদযাপন করেন এ বাঁহাতি ব্যাটার।

এসময় দলের এক খেলোয়াড় টিপ্পনী কেটে বলতে থাকেন, ‘পাসপোর্টে ২১ বছর, সত্যিকারে ২৮ বছর।’ এ কথায় সবাই হেসে দেন। কেক কাটার সময় আরো একজন বলছিলেন, ‘মনে কর তুই স্বপ্ন দেখতেছিস। বাস্তব কিন্তু স্বপ্ন।’

২৩ বছর বয়সী আফিফের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০১৮ সালে। এরই মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি ওয়ানডে ও ৪৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন তিনি। যেখানে পাঁচটি ফিফটির সুবাদে করেছেন ১২০০র বেশি রান। এছাড়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট।