মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারে মৃত্যুদণ্ডের অপেক্ষায় ৮৪ বন্দি, কারাগারে আটক ৩০০ শিশু

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

মিয়ানমারে-মৃত্যুদণ্ডের-অপেক্ষায়-৮৪-বন্দি-কারাগারে-আটক-৩০০-শিশু

মিয়ানমারে-মৃত্যুদণ্ডের-অপেক্ষায়-৮৪-বন্দি-কারাগারে-আটক-৩০০-শিশু

মিয়ানমারের কারাগারগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে জান্তাবিরোধী আন্দোলনে আটক ৮৪ জন বন্দি। এছাড়া এসব কারাগার ও বন্দিশিবিরগুলোয়  অন্যান্য বন্দিদের পাশাপাশি আটক রয়েছে প্রায় ৩০০ শিশু।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এমন তথ্য প্রকাশ করলেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস।

জাতিসংঘের এই দূত বলেন, অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় এসেছে সেনাবাহিনী। কিন্তু জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অনাস্থা ও অবাধ্যতা দমাতেই এখন পর্যন্ত ২৩শ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। গ্রেফতার করেছে কয়েক হাজার মানুষকে।

আরো পড়ুন>> জাতিসংঘের বৈঠক থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কাছাকাছি এলাকায় গোপন শিবিরে এসব বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চলছে বলেও জানান টম অ্যান্ড্রুস। তার দাবি, জান্তা আমলে ভয়াবহ পরিস্থিতির দিকে গড়িয়েছে মিয়ানমারের অবস্থা। দেশটির সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ এবং কিছু ক্ষেত্রে যুদ্ধাপরাধ করছে বলেও তার দাবি।

সূত্র: আল-জাজিরা