বিক্ষোভ ঠেকাতে অনলাইনে কঠোর পদক্ষেপ নিল ইরান
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
বিক্ষোভ-ঠেকাতে-অনলাইনে-কঠোর-পদক্ষেপ-নিল-ইরান
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকে ইরানে ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছে।
গত কয়েক বছরে ইরানে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইউটিউব এবং টিকটকের মতো অন্যান্য সামাজিক মাধ্যম ব্লক করে রাখায় এ দুই মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছিল।
এদিকে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষোভকারীদের পুলিশকে ধাওয়া করা, গুলির শব্দ ও আগুনে মেয়েদের দ্বারা হিজাব পোড়ানোর দৃশ্য চোখে পড়েছে। এ ক্রমবর্ধমান বিক্ষোভে একেবারে সামনের কাতারে রয়েছেন ইরানের নারীরা।
আন্দোলনকারীরা জানান, উরমিয়া, পিরানশাহর এবং কেরমানশাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন বিক্ষোভকারীর মধ্যে এক নারী রয়েছেন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কেরমানশাহে দুজন বেসামরিক নাগরিকের পাশাপাশি শিরাজে একজন পুলিশ সহকারীকে হত্যার অভিযোগ এনেছে।