মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভূমিকম্পে নিখোঁজের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ভূমিকম্পে-নিখোঁজের-১৭-দিন-পর-এক-ব্যক্তিকে-জীবিত-উদ্ধার

ভূমিকম্পে-নিখোঁজের-১৭-দিন-পর-এক-ব্যক্তিকে-জীবিত-উদ্ধার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিখোঁজের ১৭ দিন পর পাহাড় থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় গ্রামবাসী তাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করেন।

বিবিসির খবরে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দেশটির সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬.৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯৩ জন নিহত ও আরো চার শতাধিক আহত হন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সিচুয়ানের জলবিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত ছিলেন গ্যান ইউ নামের ঐ ব্যক্তি। ভূমিকম্পের সময় অন্যদের সাহায্য করতে সেখানে ছিলেন তিনি। কিন্তু চশমা হারিয়ে যাওয়ায় উঁচু-নিচু পাহাড়ি এলাকা দিয়ে নিরাপদ স্থানে যেতে তাকে অনেক চড়াই-উৎড়াই পোহাতে হয়। 

খবরে আরো বলা হয়, বুধবার স্থানীয় একজন গ্রামবাসী ভূমিকম্পের ১৭ দিন পর তাকে পাহাড়ের এক স্থানে দেখতে পান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।