মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায়

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ভারতীয়-নতুন-হাইকমিশনার-প্রণয়-ভার্মা-ঢাকায়

ভারতীয়-নতুন-হাইকমিশনার-প্রণয়-ভার্মা-ঢাকায়

ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। বিদায়ী হাইক‌মিশরার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে যে, বুধবার রা‌তে নতুন হাইক‌মিশনার ঢাকায় এসে‌ছেন। তিনি শিগ‌গির রাষ্ট্রপতি মো. আবদুল হা‌মি‌দের কা‌ছে প‌রিচয়পত্র পেশ কর‌বেন।

গত ২৯ জুলাই ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছিল, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তি‌নি ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। এরও আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। 

১৯৯৪ সালে ভার‌তের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বি‌ভিন্ন প‌দে দায়িত্ব পালন ক‌রেছেন।