পারমাণবিক অস্ত্র দিয়ে নতুন অঞ্চলকে রক্ষা করবে রাশিয়া: মেদভেদেভ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
পারমাণবিক-অস্ত্র-দিয়ে-নতুন-অঞ্চলকে-রক্ষা-করবে-রাশিয়া-মেদভেদেভ
বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহযোগী চেয়ারম্যান মেদভেদেভ এ কথা বলেন।
মেদভেদেভ বলেন, রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ ইউক্রনের দখল করা এলাকায় বিশাল আকারের অংশে গণভোট আয়োজন করছে। সেখানে গণভোট থেকে ফেরার কোনো উপায় নেই।
ডোনবাস (ডোনেস্ক ও লুহানস্ক) বিপালবলিকস এবং অন্যান্য অঞ্চলকে রাশিয়া গ্রহণ করবে।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশ ও রাশিয়াকে রক্ষায় সবকিছু ব্যবহারের ঘোষণার পর মেদভেদেভ তার বক্তব্য প্রকাশ্যে আনলেন।
মেদভেদেভ সাধারণত পশ্চিমা ও ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দিয়ে থাকেন। তিনি বলেন, সব অঞ্চল রক্ষায় রাশিয়ার সেনাবাহিনী গুরুত্ব সহকারে শক্তি বাড়াবে।