মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারমাণবিক অস্ত্র দিয়ে নতুন অঞ্চলকে রক্ষা করবে রাশিয়া: মেদভেদেভ

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

পারমাণবিক-অস্ত্র-দিয়ে-নতুন-অঞ্চলকে-রক্ষা-করবে-রাশিয়া-মেদভেদেভ

পারমাণবিক-অস্ত্র-দিয়ে-নতুন-অঞ্চলকে-রক্ষা-করবে-রাশিয়া-মেদভেদেভ

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার অন্তর্ভুক্ত নতুন অঞ্চল রক্ষায় মস্কোর অস্ত্রাগারে থাকা পারমাণবিকসহ যেকোনো অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহযোগী চেয়ারম্যান মেদভেদেভ এ কথা বলেন। 

মেদভেদেভ বলেন, রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ ইউক্রনের দখল করা এলাকায় বিশাল আকারের অংশে গণভোট আয়োজন করছে। সেখানে গণভোট থেকে ফেরার কোনো উপায় নেই।

ডোনবাস (ডোনেস্ক ও লুহানস্ক) বিপালবলিকস এবং অন্যান্য অঞ্চলকে রাশিয়া গ্রহণ করবে। 

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশ  ও রাশিয়াকে রক্ষায় সবকিছু ব্যবহারের ঘোষণার পর মেদভেদেভ তার বক্তব্য প্রকাশ্যে আনলেন।

মেদভেদেভ সাধারণত পশ্চিমা ও ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দিয়ে থাকেন। তিনি বলেন, সব অঞ্চল রক্ষায় রাশিয়ার সেনাবাহিনী গুরুত্ব সহকারে শক্তি বাড়াবে।