নিষেধাজ্ঞায় রাশিয়ার বদলে ক্ষতির মুখে পশ্চিমা জনগণ: লাভরভ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
নিষেধাজ্ঞায়-রাশিয়ার-বদলে ক্ষতির-মুখে-পশ্চিমা-জনগণ-লাভরভ
দ্য নিউজউইক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।
লাভরভ বলেন, রাশিয়াকে পঙ্গু হিসেবে দেখিয়ে একতরফাভাবে বিধিনিষেধের ব্যবস্থা আরোপ করে যাচ্ছে পশ্চিমারা। যাইহোক, তাদের এ চেষ্টা বিধ্বস্ত হয়েছে। তারা রাশিয়ার অর্থনীতির কোনো ক্ষতি করতে পারেনি। রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় ইউরোপসহ তাদের মিত্রদের দুটি ক্ষতি হয়েছে। একটি হচ্ছে- খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে আর অপরটি হচ্ছে- তাদের আয়ও কমে গেছে। এছাড়া জ্বালানি সংকট এবং সামাজিক উত্থান হুমকির মুখে রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এখন সভ্যতার প্রতিদিনকার লাভ ধনী হওয়ার পথকে সুযোগ করে দিচ্ছে। রাশিয়া বিরোধী এলিট শাসক শ্রেণির জন্য সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে।
লাভরভ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইউরোপের অর্থনীতির সমস্ত খাত যুগের পর যুগ রাশিয়ার অব্যাহত সস্তা জ্বালানি উপাদান যোগানের কারণে উন্নত হয়েছে। রাশিয়ার কারণে আমেরিকার মতো কোম্পানিগুলোর সঙ্গে ইউরোপের কোম্পানিগুলো সফলভাবে প্রতিযোগিতায় প্রবেশ করতে পেরেছে। এখন মনে হচ্ছে এটি এ রকম আর হবে না। এটি আমাদের আর পছন্দও নয়। যদি পশ্চিমারা নিজেদের ক্ষতি করতে চায় তবে আমরা তাদের সঙ্গে আগের মতো কার্যক্রম রাখব না।
সূত্র-তাস।