বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কতদিন খেলবেন, জানালেন রোনালদো

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

কতদিন-খেলবেন-জানালেন-রোনালদো

কতদিন-খেলবেন-জানালেন-রোনালদো

এখনই অবসরের কথা ভাবছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ সুপারস্টার ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালের ইউরো পর্যন্ত তার খেলার ইচ্ছে আছে।

জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করার কারণে লিসবনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) কুইনাস ডি ওরো অ্যাওয়ার্ড গ্রহণের পর রোনালদো এ সম্পর্কে বলেন, ‘আমার যাত্রা এখনো শেষ হয়নি। আরো কিছুদিন তোমাদের ‘ক্রিস’কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময়ই দেশের হয়ে বিশ্বকাপ ও ইউরোর অংশ হতে চেয়েছি। আর এজন্য আমি খুব অনুপ্রাণিত বোধ করি। আমার উচ্চাকাঙ্খা সবসময়ই মহান।’

৩৭ বছর বয়সী রোনালদো এ পর্যন্ত পর্তুগালের জার্সি গায়ে ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন। আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে ক্যারিয়ারের ১০ম বড় কোন টুর্নামেন্টে খেলার কৃতিত্ব অর্জন করবেন রোনালদো। গত বছর সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো ইরানের আলি দাইয়ের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক ১০৯ গোলের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন। 

চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে ক্লাব ত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে গেছেন রোনালদো। প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ম্যাচে বদলী বেঞ্চে থাকলেও ইউরোপা লিগে মলডোভার ক্লাব এফসি শেরিফের বিপক্ষে ইউনাইটেডের সর্বশেষ ম্যাচে গোল করেছেন তিনি।