মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধে সক্ষম রুশ নাগরিকদের কাছে বিমানের টিকিট বিক্রি বন্ধ

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

যুদ্ধে-সক্ষম-রুশ-নাগরিকদের-কাছে-বিমানের-টিকিট-বিক্রি-বন্ধ

যুদ্ধে-সক্ষম-রুশ-নাগরিকদের-কাছে-বিমানের-টিকিট-বিক্রি-বন্ধ

ইউক্রেনে বিশেষ অভিযান চালাতে আরো সেনা সমাবেশের নির্দেশের রাশিয়ার সব বিমান কোম্পানির টিকিট বুধবার পর্যন্ত বুকিং হয়েছে। এরইমধ্যে দেশে সামরিক আইন জারির শঙ্কায় ১৮ থেকে ৬৫ বছরের যুদ্ধে সক্ষম রুশ নাগরিকদের কাছে টিকিটি বিক্রি বন্ধ করেছে রাশিয়ার সব বিমান কোম্পানি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাশিয়ার নিকটবর্তী দেশ আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান এবং কাজাখাস্তানের শহরগুলোতে বুধবার পর্যন্ত সব বিমানের টিকিট বুকিং করা হয়েছে। রাশিয়ার থেকে সবচেয়ে ভ্রমণের হাব হিসেবে পরিচিত ইস্তাবুলে যেতে টার্কিশ এয়ারলাইনের সব টিকিট আগামী শনিবার পর্যন্ত বুকিং হয়ে গেছে। আর এসব ঘটছে পুতিনের নতুনভাবে সেনা সমাবেশের ঘোষণার পর। 

বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যেসব রাশিয়ানরা যুদ্ধ করতে (১৮-৬৫) পারবে তাদের কাছে টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। কারণ যেকোনো সময় সামরিক আইন জারি হতে পারে।

ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়, যেসব তরুণেরা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আসতে পারবেন তাদের দেশ ত্যাগের সুযোগ দেওয়া হবে। 

সংবাদমাধ্যমটি জানায়, এই সপ্তাহের শেষের দিকে গণভোটের মাধ্যমে লুহানস্ক ও ডোনেস্ক প্রদেশকে রাশিয়ার অঞ্চল হিসেবে যুক্ত করার সুযোগ করে দেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু দাবি করেন, তিন লাখ সেনা ইউক্রেনে অভিযান পরিচালনা করবে।

বিভিন্ন সূত্রের মাধ্যমে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণের জন্য সাজাপ্রাপ্ত আসামিদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওয়াঙ্গার গ্রুপ নামের ভাড়াতে পোশাক কোম্পানির প্রধান ইয়েভগেনি প্রিগজিনের মাধ্যমে এ নিয়োগ সম্পন্ন করা হবে। 

গার্ডিয়ান জানায়, ছয় মাস যুদ্ধের পর সব বন্দিরা প্রেসিডেন্টের আদেশে সাজা মুক্ত হবেন এবং প্রতিমাসে এক লাখ রুবল সম্মানি পাবেন। 

দ্য ডেইলি বিস্ট জানায়, নতুন নিয়োগে নিজেদের স্বগোত্রে সিরিয়াল হত্যাকারীকে প্রাধান্য দেওয়া হবে।