ফুটবলারদের চুরি হওয়া টাকা পাওয়া না গেলে দেবে বাফুফে
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফুটবলারদের-চুরি-হওয়া-টাকা-পাওয়া-না-গেলে-দেবে-বাফুফে
এদিকে এক বিবৃতির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে ফুটবলারদের দাবি সত্য নয়। এ অবস্থায় চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে কৃষ্ণাদের সেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ বিষয়টি আজ গণমাধ্যমকে জানিয়েছেন। কিরণ জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল।
এ সময় কিরণ বলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য।’
এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানিয়েছিলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা।’
তিনি আরো বলেন, ‘ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’