মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিম আমদানি করা হবে না: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ডিম-আমদানি-করা-হবে-না-কৃষিমন্ত্রী

ডিম-আমদানি-করা-হবে-না-কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনোক্রমেই যেন ডিম আমদানি করা না হয়। আমরা একটু কষ্ট করি তারপরও ডিম আমদানি করবো না।

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী তার দফতরে সাংবাদিকদের একথা বলেন।

এর আগে ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ডিম আমদানি করা হবে। আর এরপরই ডিমের দাম কমে যায়।

এদিকে নতুন করে ডিমের দাম বাড়ার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। তবে একজন কৃষিবিদ হিসেবে বলতে পারি যাই দাম বাড়ুক দু-তিন মাস পর এ দামে তারা ডিম বিক্রি করতেই পারবে না। তখন ডিমের দাম কমে যাবে। এ নিয়ে তেমন কোনো সমস্যা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাস্তবায়ন করা কঠিন। এটা বড় চ্যালেঞ্জ, মুক্তবাজার অর্থনীতিতে। বিশেষ করে কাঁচাপণ্য চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।