লেবাননে সব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
লেবাননে-সব-ব্যাংক-বন্ধের-সিদ্ধান্ত
বুধবার (২২ সেপ্টেম্বর) দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসে এ ঘোষণা।
বিবৃতিতে জানানো হয়, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। নিজেদের গচ্ছিত অর্থ উত্তোলনের জন্য যেকোনো সময় হামলা চালাচ্ছেন আমানতকারীরা। অনেকে খেলনা পিস্তলের মুখে জিম্মি করছেন কর্মকর্তাদের। তবে, কিছু ক্ষুব্ধ লেবানিজের হাতে ছিল সত্যিকারের অস্ত্রও। যার কারণে নিরাপত্তা হুমকিতে পরেছেন ব্যাংক কর্মীরা।
গেলো সপ্তাহেই পাঁচটি জিম্মি ঘটনা দেখেছে লেবানন। চরম অর্থনৈতিক সংকটের কারণে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এর ফলে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকলেও নির্দিষ্ট পরিমাণের বাইরে তুলতে পারবেন না গ্রাহকরা।
সূত্র: আল-জাজিরা