চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানালেন বাঁধন
প্রকাশিত : ১০:২০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
চ্যাম্পিয়নদের-শুভেচ্ছা-জানালেন-বাঁধন
দেশের মাটিতে পা রেখে সাবিনা-সানজিদারা পেয়েছেন অগণিত ভক্ত সমর্থকদের শুভেচ্ছা ও ভালবাসা। বিমানবন্দর এলাকাতে ঢল নেমেছে সাধারণ জনতার। এই জয়যাত্রায় অংশ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
কন্যাকে সঙ্গে নিয়ে রাজপথে অপেক্ষা করছেন বাঁধন। বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাঁধন লিখেছেন, আমরা এখানে উদযাপন করতে এসেছি! স্বাগতম চ্যাম্পিয়ন!
চ্যাম্পিয়ন যাত্রার আগে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিমানবন্দরে নেমেই অধিনায়ক সাবিনা খাতুনকে দিয়ে কেক কেটে সোনার মেয়েদের বরণ করে নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মিষ্টি আর ফুলের শুভেচ্ছার সঙ্গে বরণ করা হয় সানজিদাদের।
দলের কোচ গোলাম রব্বানী ছোটন আর বাফুফের নারী উইংইয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও শুভেচ্ছা জানানো হয় এসময়। এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এরপর সেখানেই রয়েছে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন।
এরপরও শুরু হয়েছে সানজিদাদের চ্যাম্পিয়ন যাত্রা। ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সাবিনা-সানজিদারা। বিমানবন্দর থেকে কাকলী-জাহাঙ্গীর গেট- পিএম অফিস-বিজয় সরণি- ফকিরাপুল হয়ে বাফুফে ভবন পৌঁছাবে সানজিদাদের চ্যাম্পিয়ন বাস।
চ্যাম্পিয়ন যাত্রা শেষে মতিঝিলে বাফুফে কার্যালয়ে পৌঁছালে সেখানে এই সোনার মেয়েদের অভ্যর্থনা জানাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।