মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫   ফাল্গুন ২৬ ১৪৩১   ১১ রমজান ১৪৪৬

পুলিশ সুপার হলেন ৫০ কর্মকর্তা

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

পুলিশ-সুপার-হলেন-৫০-কর্মকর্তা

পুলিশ-সুপার-হলেন-৫০-কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। 

প্রথম প্রজ্ঞাপনে ৪৭ ও দ্বিতীয় প্রজ্ঞাপনে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। 

এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন