মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বাফুফে ভবনে ফুটবলার ঋতুপর্ণা
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মাথায়-ব্যান্ডেজ-লাগিয়ে-বাফুফে-ভবনে-ফুটবলার-ঋতুপর্ণা
জানা গেছে, বিমানবন্দর থেকে ঢাকা শহর প্রদক্ষিণ করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ভবনের দিকে যাচ্ছিল ছাদখোলা বাসটি। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়।
এ বিষয়ে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’
এর আগে বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদখোলা বাসে বাফুফে কার্যালয়ের দিকে যেতে থাকেন মেয়েরা।