তালেবান সরকারে রদবদল, নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
তালেবান-সরকারে-রদবদল-নতুন-শিক্ষামন্ত্রী-নিয়োগ
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের প্রকাশ করা এক তালিকার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে তালেবানের জন্মস্থান কান্দাহারের থাকা সংগঠনটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দায়িত্বপ্রাপ্তদের রদবদলের নির্দেশ দেন।
এ নির্দেশনায় তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মনিরের জায়গায় দায়িত্ব পালন করবেন কান্দাখার প্রদেশ কাউন্সিলের প্রধান মৌলভী হাবিবুল্লাহ আগা।
তালেবান সরকারের হঠাৎ এ রদবদলের কোনো কারণ অবশ্য জানা যায়নি।
২০ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর সঙ্গে যুদ্ধের পর গত বছরের ১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। সেই থেকে আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থার বিষয়টি সবচেয়ে আলোচনায় উঠে আসে। তালেবান সরকার গঠনের পর মাধ্যমিক পর্যায়ের মেয়েদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষা অর্জন বন্ধ করে দেয়। তালেবান জানায়, অর্থের সংকটে তারা তাদের নীতিতে বেশ পরিবর্তন এনেছে।
এদিকে, নারীদের কর্মসংস্থান ও মেয়েদের শিক্ষা ব্যাপারে ব্যয় বহন করা তালেবান সরকারের জন্য দুরূহ বলে দাবি করেছে তালেবান। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রিজার্ভ জিম্মি করায় নিজেরা দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে বলে অনেকবার বলেছেন তালেবান নেতারা।